ধরুন আপনি কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ পড়তে খুব চাইছেন,কিন্তু ঘুম থেকে উঠতে পারছেন না,ঘুম বেশি হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কী করবেন?.
.
ঘুমানোর আগে ওজু করে ঘুমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-.
.
إذا أتَيْتَ مَضْجَعَكَ، فَتَوَضَّأْ وضُوءَكَ لِلصَّلاةِ.
.
"তুমি ঘুমাতে যাবার পূর্বে সালাতের জন্য যেভাবে ওজু কর সেভাবে ওজু করে নেবে।"[১].
.
ইমাম মুহাম্মাদ আলী ইবন আল্লান আশ শাফিঈ (রাহ.) এর ফায়দা সম্পর্কে বলেছেন-.
.
سببا لقلة النوم و القيام بالليل.
.
"তা স্বল্প ঘুম ও কিয়ামুল লাইলের উপকরণ হবে"[২].
.
ইন শা আল্লাহ এতে অবশ্যই কাজ করবে যদি নিয়ত পোক্ত থাকে, ইন শা আল্লাহ আল্লাহর সাহায্য সুন্নাহর বরকতে এসে যাবে।.
.
.
[ ১) ইমাম বুখারি (রাহ.),আস সহিহ,হা:৬৩১১
২) ইমাম ইবন আল্লান (রাহ.), দালিলুল ফালিহীন::২/২৮১]
.
.
©Manzurul karim.
#FEAR_ALLAH

লেখক: 
