দোয়া

ধরুন আপনি কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ পড়তে খুব চাইছেন,কিন্তু ঘুম থেকে উঠতে পারছেন না

ধরুন আপনি কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ পড়তে খুব চাইছেন,কিন্তু ঘুম থেকে উঠতে পারছেন না,ঘুম বেশি হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কী করবেন?.
.
ঘুমানোর আগে ওজু করে ঘুমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-.
.
إذا أتَيْتَ مَضْجَعَكَ، فَتَوَضَّأْ وضُوءَكَ لِلصَّلاةِ.
.
"তুমি ঘুমাতে যাবার পূর্বে সালাতের জন্য যেভাবে ওজু কর সেভাবে ওজু করে নেবে।"[১].
.
ইমাম মুহাম্মাদ আলী ইবন আল্লান আশ শাফিঈ (রাহ.) এর ফায়দা সম্পর্কে বলেছেন-.
.

سببا لقلة النوم و القيام بالليل.
.
"তা স্বল্প ঘুম ও কিয়ামুল লাইলের উপকরণ হবে"[২].
.
ইন শা আল্লাহ এতে অবশ্যই কাজ করবে যদি নিয়ত পোক্ত থাকে, ইন শা আল্লাহ আল্লাহর সাহায্য সুন্নাহর বরকতে এসে যাবে।.
.
.

[ ১) ইমাম বুখারি (রাহ.),আস সহিহ,হা:৬৩১১
২) ইমাম ইবন আল্লান (রাহ.), দালিলুল ফালিহীন::২/২৮১]
.
.
©Manzurul karim.

#FEAR_ALLAH

আরও নতুন পোষ্ট পরবর্তী পোষ্ট

Related Posts

Facebook