আগে যখন পর্দা করতাম না,বাইরে যাওয়ার সময় চুল বাঁধো, রেডি হও, কোন কাপড় পরবো তা নিয়া চিন্তা! মুখে ব্রণ হলে বা দাগ থাকলে কেমন বাজে দেখাচ্ছে সে চিন্তা! আবার বাইরে গেলে যখন তখন হাসা যায়না। রাস্তায় জ্যামে আটকে থাকলে হাই উঠলেও সমস্যা! কতো চিন্তা! আলহামদুলিল্লাহ আমার বোরকা আমার নিকাব আমাকে এই সব চিন্তা থেকে মুক্তি দিয়েছে। এখন আমাকে ভাবা লাগেনা কে কি ভাবছে, সুন্দর লাগছে না বাজে লাগছে! ৩২ টা দাঁত বের করে হাসতেও সমস্যা নাই। ম্যাচিং কাপড় পড়েছি কিনা বা মানিয়েছে কিনা সে চিন্তার তো প্রয়োজনই নাই! এখন আমি স্বাধীন ভাবে চলতে পারি।স্বাধীনতা তো এটাকেই বলে! মানুষের খারাপ দৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে পারি (তবে এখন যুগ পাল্টেছে, দেশের যে অবস্থা, মানুষের মানসিকতা যে নিম্ন মানে গিয়ে পৌছেছে, বোরকা পড়েও ঢাকায় রাতে কোথাও যেতে ভয় লাগে!) কিন্তু তবুও অনেক দিক থেকেই আমাকে আমার বোরকা-নিকাব মুক্ত করেছে আলহামদুলিল্লাহ। তবে সবথেকে বড় ব্যাপারটি হলো, আল্লাহর হুকুম মেনে পরিপূর্ণ পর্দা করার যে হৃদয় শীতলকারি অনুভূতি বা প্রশান্তিময়তা কিংবা এর মাধ্যমে আপন স্রষ্টার সাথে সম্পর্কের যে গভীরতা তৈরি হয় তা কেবল একটা মেয়ে আর তার রবই ভালো জানেন...❣🌸
©fb

লেখক: 
