অনান্য

তাদের হৃদয়গুলো কখও স্থির হয় না। (সবুজ পাতার বন)

যার প্রতি ভয় ও আশা থাকে, অন্তর তার দিকেই  ঝোঁকে। এক আল্লাহর শাস্তির ভয় ও রহমতের আশা যারা করে, তাদের হৃদয়গুলো আল্লাহর পথে স্থির থাকে। আর হাজারো দল-মত ও মানুষের প্রতি ভয় ও আশা রাখলে সারাক্ষণ এদিক ওদিক দৌড়ানো লাগে। তাদের হৃদয়গুলো কখনও স্থির হয় না।
.
শাইখ আবদুল আযীয আত তারিফী
সবুজ পাতার বন


©সিরাতাল মুস্তাকিম

আরও নতুন পোষ্ট পরবর্তী পোষ্ট

Related Posts

Facebook