দোয়া

দোয়া , যানবাহনে আরোহণের দোয়া

দোয়া
যানবাহনে আরোহণের দোয়া
২৯ ফেব্রুয়ারি, ২০২০

উচ্চারণ : সুবহানাল্লাজি সাখখারা লানা হাজা ওয়ামা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রব্বিনা লামুনকলিবুন

অর্থ : মহান আল্লাহর পবিত্রতা যিনি একে (বাহন) আমাদের অধীন করে দিয়েছেন, অথচ আমরা একে অধীন করতে সক্ষম ছিলাম না। আমরা আমাদের প্রতিপালকের কাছে প্রত্যাবর্তনকারী।
উপকার : আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) সফরের উদ্দেশে বের হয়ে সওয়ারির ওপর পা রেখে তিনবার তাকবির (আল্লাহু আকবার) বলতেন। তারপর এই দোয়া পড়তেন।

সূত্র : সহিহ মুসলিম, হাদিস : ১৩৪২



আরও নতুন পোষ্ট পরবর্তী পোষ্ট

Related Posts

Facebook