অনান্য

প্রথম পর্বঃ মানবজাতির প্রতি কোরআনের অমূল্য উপদেশ সুরা নামল

মানবজাতির প্রতি কোরআনের অমূল্য উপদেশ
সুরা নামল : প্রথম পর্ব
লেখকঃ আবু হোছাইন রহমান
২৭ ফেব্রুয়ারি, ২০২০

পরকালে অবিশ্বাসীরাই পার্থিব জীবনকে প্রাধান্য দেয়

ইরশাদ হয়েছে, ‘যারা আখিরাতে বিশ্বাস করে না আমি তাদের দৃষ্টিতে তাদের কাজকে শোভন করেছি। ফলে তারা বিভ্রান্তিতে ঘুরে বেড়ায়।’ (সুরা নামল, আয়াত : ৪)


কোরআন প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ

ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আপনাকে কোরআন দেওয়া হয়েছে প্রজ্ঞাময়, সর্বজ্ঞের পক্ষ থেকে।’ (সুরা নামল, আয়াত : ৬)


মন্দ কাজের প্রতিবিধানে ভালো কাজ করো

ইরশাদ হয়েছে, ‘তবে যারা অবিচার করার পর মন্দ কাজের পরিবর্তে ভালো কাজ করে তাদের প্রতি আমি ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা নামল, আয়াত : ১১)



আল্লাহর নিদর্শন প্রত্যাখ্যান কোরো না

ইরশাদ হয়েছে, ‘তারা অন্যায় ও উদ্ধতভাবে নিদর্শনগুলো প্রত্যাখ্যান করল। যদিও তাদের অন্তর সেগুলোকে সত্য বলে গ্রহণ করেছিল। দেখ! বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কী হয়েছিল।’

(সুরা নামল, আয়াত : ১৪)



জ্ঞান শ্রেষ্ঠত্ব লাভের উপায়

ইরশাদ হয়েছে, ‘আমি অবশ্যই দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম। তারা উভয় বলেছিল, সব প্রশংসা আল্লাহর যিনি আমাদের তাঁর বহু মুমিন বান্দার ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন।’

(সুরা নামল, আয়াত : ১৫)

আরও নতুন পোষ্ট পরবর্তী পোষ্ট

Related Posts

Facebook