ওযুর সময় পায়ের মুজা ও মাথায় পরিধেয় কাপড়ের উপড় মাসেহ করার বিধান কি?
ওযু থাকা অবস্থায় কেউ পায়ে মুজা পরিধান করলে অথবা মাথায় পরিধেয় কাপড় পরিধান করলে, পরবর্তী ওযুর সময় পায়ের মুজা ও মাথার পরিধেয় কাপড়ের উপড় মাসেহ করা বৈধ/জায়েজ। কিন্তু ওযু না থাকা অবস্থায় উহা পরিধান করলে উহার উপর মাসেহ করা বৈধ/জায়েজ নয়। [তথ্যসূত্রঃ বুখারী-হাঃ নঃ ২০৫,২০৬, মুসলিম-হাঃ নঃ ৫২৪ ইঃফাঃ]।
বইঃ সহীহ বুখারী (ইফাঃ), অধ্যায়ঃ ৪/ উযূ, হাদিস নম্বরঃ ২০৫
২০৫। আবদান (রহঃ)......... উমায়্যা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ ‘আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাঁর পাগড়ীর ওপর এবং উভয় মোজার ওপর মাসেহ করতে দেখেছি। ’ মা’মার (রহঃ) আমর (রহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেনঃ “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তা করতে দেখেছি। ”
বইঃ সহীহ বুখারী (ইফাঃ), অধ্যায়ঃ ৪/ উযূ, হাদিস নম্বরঃ ২০৬
২০৬। আবূ নু’আয়ম (রহঃ)...... মুগীরা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে এক সফরে ছিলাম। (উযূ (ওজু/অজু/অযু) করার সময়) আমি তাঁর মোজাদ্বয় খুলতে চাইলে তিনি বললেনঃ ‘ওদুটো থাকুক, আমি পবিত্র অবস্থায় ও দু’টি পরেছিলাম। ’ (এই বলে) তিনি তার ওপর মাসেহ করলেন।
©সিরাতাল মুস্তাকিম
ওযু থাকা অবস্থায় কেউ পায়ে মুজা পরিধান করলে অথবা মাথায় পরিধেয় কাপড় পরিধান করলে, পরবর্তী ওযুর সময় পায়ের মুজা ও মাথার পরিধেয় কাপড়ের উপড় মাসেহ করা বৈধ/জায়েজ। কিন্তু ওযু না থাকা অবস্থায় উহা পরিধান করলে উহার উপর মাসেহ করা বৈধ/জায়েজ নয়। [তথ্যসূত্রঃ বুখারী-হাঃ নঃ ২০৫,২০৬, মুসলিম-হাঃ নঃ ৫২৪ ইঃফাঃ]।
বইঃ সহীহ বুখারী (ইফাঃ), অধ্যায়ঃ ৪/ উযূ, হাদিস নম্বরঃ ২০৫
২০৫। আবদান (রহঃ)......... উমায়্যা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ ‘আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাঁর পাগড়ীর ওপর এবং উভয় মোজার ওপর মাসেহ করতে দেখেছি। ’ মা’মার (রহঃ) আমর (রহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেনঃ “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তা করতে দেখেছি। ”
বইঃ সহীহ বুখারী (ইফাঃ), অধ্যায়ঃ ৪/ উযূ, হাদিস নম্বরঃ ২০৬
২০৬। আবূ নু’আয়ম (রহঃ)...... মুগীরা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে এক সফরে ছিলাম। (উযূ (ওজু/অজু/অযু) করার সময়) আমি তাঁর মোজাদ্বয় খুলতে চাইলে তিনি বললেনঃ ‘ওদুটো থাকুক, আমি পবিত্র অবস্থায় ও দু’টি পরেছিলাম। ’ (এই বলে) তিনি তার ওপর মাসেহ করলেন।
©সিরাতাল মুস্তাকিম

লেখক: 
