হজরত ইব্রাহীম আদহাম রাহঃ একবার পথ চলছিলেন। রাস্তার পাশে অন্ধ, হাত নেই, পা নেই, চর্মরোগে জর্জরিত, মানুষ দয়া করে মুখে খাবার তুলে দিলে তবেই কেবল খেতে পারে এমন একজন ফকিরকে বলতে শুনলেন, "অসংখ্য অগুণিত শোকরিয়া সেই মাবুদের যিনি আমাকে এত বড় বড় নিয়ামত দিয়েছেন, আমাকে এত বড় কিছু দান করেছেন।"
ইব্রাহিম আদহাম রাহঃ থামলেন। সেই ফকিরের নিকটে গেলেন। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। জবাব আসল, ওয়ালাইকুমুস সালাম হে ইব্রাহীম আদহম!
ইব্রাহীম আদহাম রাহঃ আশ্চর্যান্বিত হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, কিভাবে চিনতে পারলেন আমাকে?
ঐ অন্ধ লোলা ফকির জবাব দিলেন, যেদিন থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়াতাআ'লাকে চিনেছি সেদিন থেকে আমার কাউকে চিনতে ভুল হয় না।
ইব্রাহিম আদহাম রাহঃ জিজ্ঞেস করলেন, আপনার চোখের কী হয়েছে? জবাব আসল, অন্ধ হয়ে গেছি।
হাত কোথায়? কাটা পড়েছে।
পা কোথায়? কাটা পড়েছে।।
আপনার ত্বকে কী হয়েছে? চর্মরোগ।
আপনার বাড়িঘর কোথায়? নেই।
খাওয়াদাওয়া কিভাবে করেন? আল্লাহর বান্দারা দয়া করে আমাকে কিছু খাওয়ালে পান করালে তাই সই।
ইব্রাহিম আদহাম রাহঃ এবার জিজ্ঞেস করলেন, তাহলে আপনি যে চীৎকার করে করে বলছিলেন, "অসংখ্য অগুণিত শোকরিয়া সেই মাবুদের যিনি আমাকে এত বড় বড় নিয়ামত দিয়েছেন, এত বড় কিছু দান করেছেন।" আপনার চোখ নাই, হাত নাই, পা নাই, চর্মরোগে জর্জরিত, মানুষ দয়া করে মুখে খাবার তুলে দিলে তবেই কেবল খেতে পারেন, বাড়ি নেই ঘর নেই তাহলে কী এমন নিয়ামত ও দান আল্লাহ পাক আপনাকে দিয়েছেন?
ঐ অন্ধ হস্তপদহীন ফকির জবাব দিলেন, হে ইব্রাহিম আদহাম! আল্লাহ পাক সুবহানাহু ওয়া তায়ালা তাঁর জিকির করার জন্য একটা জিহবা এখনো বাকি রেখেছেন, আল্লাহ পাককে ভয় করার জন্য একটা অন্তর এখনো বাকি রেখেছেন, এর চাইতে বড় নিয়ামত আর কী চাই?
সুবহানাল্লাহ! আল্লাহু আকবার।
মূলঃ শায়খ হাবিব আলি জয়নুল আবেদিন আল জিফরি
অনুবাদঃ সৈয়দ গোলাম কিবরিয়া আজহারি।
প্রিয় পাঠক! আর আমরা? আমাদের কথা একবার আমরা চিন্তা করি। হাত সুস্থ, পা সুস্থ, চোখ ভাল। খাচ্ছি নিজ হাতে অসংখ্য অগুণিত জাতের সুস্বাদু খাবার। তবুও আমরা নামাজের সময় হলে মসজিদ পানে ছুটে যাই না। মসজিদে না যাই, অন্তত ঘরে নামাজে দাঁড়াব! না, তাও হয় না আমাদেরকে দিয়ে। খোশগল্প আর গীবত, বাজে আড্ডায় মেতে থাকি। কেউবা টেলিভিশনে বাজে সিরিয়াল দেখতে মেতে থাকি। কেউবা ফেসবুকে স্ক্রল করাতে মেতে থাকি। ইউটিউবে ভিডিও দেখাতে মেতে থাকি। এক কথায় দুনিয়ার খাহেশ খেয়াল আর নফসের পূজায় আমরা মেতে আছি।
এত এত নিয়ামত পেয়েও আমরা আল্লাহর শোকরিয়া আদায় করি না। আল্লাহর ইবাদাত করি না। আল্লাহর জিকিরে নিজেকে মশগুল রাখি না। আমাদের মত অকৃতজ্ঞ আর কে আছে!
"যদি কৃতজ্ঞতা স্বীকার কর, তবে তোমাদেরকে আরও বাড়িয়ে দেব এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর"। (সূরা ইবরাহীম ,আয়াত-৭)
.
.
Dr sayeed.
From page: FEAR ALLAH
ইব্রাহিম আদহাম রাহঃ থামলেন। সেই ফকিরের নিকটে গেলেন। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। জবাব আসল, ওয়ালাইকুমুস সালাম হে ইব্রাহীম আদহম!
ইব্রাহীম আদহাম রাহঃ আশ্চর্যান্বিত হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, কিভাবে চিনতে পারলেন আমাকে?
ঐ অন্ধ লোলা ফকির জবাব দিলেন, যেদিন থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়াতাআ'লাকে চিনেছি সেদিন থেকে আমার কাউকে চিনতে ভুল হয় না।
ইব্রাহিম আদহাম রাহঃ জিজ্ঞেস করলেন, আপনার চোখের কী হয়েছে? জবাব আসল, অন্ধ হয়ে গেছি।
হাত কোথায়? কাটা পড়েছে।
পা কোথায়? কাটা পড়েছে।।
আপনার ত্বকে কী হয়েছে? চর্মরোগ।
আপনার বাড়িঘর কোথায়? নেই।
খাওয়াদাওয়া কিভাবে করেন? আল্লাহর বান্দারা দয়া করে আমাকে কিছু খাওয়ালে পান করালে তাই সই।
ইব্রাহিম আদহাম রাহঃ এবার জিজ্ঞেস করলেন, তাহলে আপনি যে চীৎকার করে করে বলছিলেন, "অসংখ্য অগুণিত শোকরিয়া সেই মাবুদের যিনি আমাকে এত বড় বড় নিয়ামত দিয়েছেন, এত বড় কিছু দান করেছেন।" আপনার চোখ নাই, হাত নাই, পা নাই, চর্মরোগে জর্জরিত, মানুষ দয়া করে মুখে খাবার তুলে দিলে তবেই কেবল খেতে পারেন, বাড়ি নেই ঘর নেই তাহলে কী এমন নিয়ামত ও দান আল্লাহ পাক আপনাকে দিয়েছেন?
ঐ অন্ধ হস্তপদহীন ফকির জবাব দিলেন, হে ইব্রাহিম আদহাম! আল্লাহ পাক সুবহানাহু ওয়া তায়ালা তাঁর জিকির করার জন্য একটা জিহবা এখনো বাকি রেখেছেন, আল্লাহ পাককে ভয় করার জন্য একটা অন্তর এখনো বাকি রেখেছেন, এর চাইতে বড় নিয়ামত আর কী চাই?
সুবহানাল্লাহ! আল্লাহু আকবার।
মূলঃ শায়খ হাবিব আলি জয়নুল আবেদিন আল জিফরি
অনুবাদঃ সৈয়দ গোলাম কিবরিয়া আজহারি।
প্রিয় পাঠক! আর আমরা? আমাদের কথা একবার আমরা চিন্তা করি। হাত সুস্থ, পা সুস্থ, চোখ ভাল। খাচ্ছি নিজ হাতে অসংখ্য অগুণিত জাতের সুস্বাদু খাবার। তবুও আমরা নামাজের সময় হলে মসজিদ পানে ছুটে যাই না। মসজিদে না যাই, অন্তত ঘরে নামাজে দাঁড়াব! না, তাও হয় না আমাদেরকে দিয়ে। খোশগল্প আর গীবত, বাজে আড্ডায় মেতে থাকি। কেউবা টেলিভিশনে বাজে সিরিয়াল দেখতে মেতে থাকি। কেউবা ফেসবুকে স্ক্রল করাতে মেতে থাকি। ইউটিউবে ভিডিও দেখাতে মেতে থাকি। এক কথায় দুনিয়ার খাহেশ খেয়াল আর নফসের পূজায় আমরা মেতে আছি।
এত এত নিয়ামত পেয়েও আমরা আল্লাহর শোকরিয়া আদায় করি না। আল্লাহর ইবাদাত করি না। আল্লাহর জিকিরে নিজেকে মশগুল রাখি না। আমাদের মত অকৃতজ্ঞ আর কে আছে!
"যদি কৃতজ্ঞতা স্বীকার কর, তবে তোমাদেরকে আরও বাড়িয়ে দেব এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর"। (সূরা ইবরাহীম ,আয়াত-৭)
.
.
Dr sayeed.
From page: FEAR ALLAH

লেখক: 
