ইসলামে নারী

আমরা রাস্তাঘাটে, অফিস, আদালতে, মার্কেটে-বাজারে মোটামুটি ৩ প্রকার মেয়েদের মুখোমুখি হই...

আমরা রাস্তাঘাটে, অফিস, আদালতে, মার্কেটে-বাজারে মোটামুটি ৩ প্রকার মেয়েদের মুখোমুখি হই...
.
❒ প্রথম প্রকারঃ আযীযে মিসরের স্ত্রী যুলায়খার মত...
.
তিনি কী করেছিলেন? সুন্দর করে সেজেছেন। আলতা পরেছেন। কপালে হয়তো টিপও দিয়েছেন। চুলে বেনী করেছেন। ভাল কোনও সুবাস মেখেছেন। তারপর ডেটিংয়ের জন্যে ইউসুফ (আ.)-কে নির্জন-গহীনে ডেকেছেন। বলেছেন, "(হাইতা লাকা) কাছে এসো..." (সূরাহ ইউসুফ, ২৩)
.
বর্তমানেও যুলায়খার অভাব নেই। তারা সাজুগুজু করে বের হন। মনে মনে কামনা করেন, সবাই আমার সৌন্দর্য দেখুক। চোখ দিয়ে গিলুক। মন দিয়ে.. সর্বত্র এদের দেখা মেলে।
.
প্রথম প্রকার নারীর সাথে আমরা কী আচরণ করব?
.
আমরা ইউসুফ (আ.)-এর মতো হয়ে যাবে। ছলনায় পটে না গিয়ে, দৃষ্টি নিচু করে ফেলবো। মা‘আযাল্লাহ (আল্লাহর পানাহ চাই) বলে পড়িমরি করে দৌড় দিবো ! দরকার হলে জেলে যাব তবুও এসব মেয়ের গলায় ঝুলব না!!!
.
এতে কী লাভ হবে? দেশের প্রধান হয়ে যাওয়াও বিচিত্র নয়। ইউসুফ (আ.) হয়েছেন তো। পরে ভাল একটা বউ তো জুটবেই! প্রমিস... (ইন শা আল্লাহ)
.
.
❒ দ্বিতীয় প্রকারঃ এরা শেষ যুগের কন্যা..
.
এরা প্রথম প্রকারের মত এতটা খোল্লাম খোল্লা না.. নিজেদেরকে
হিজাবী, পরদানশীন বা ধার্মিক দাবি করেন। কিন্তু এদেরকে এদের হিজাব বা পর্দার কারণেই পুরুষদের কাছে আরো বেশি আকর্ষণীয় লাগে! (হায়! তারা যদি বুঝত...)
.
এরা সাধারণত লাল, নীল, বেগুনী, গোলাপী, বাদামী বাহারি রঙের বোরকা পড়ুয়া বা মাথার মধ্যে ত্যানার মত একখানা কাপড় প্যাঁচানো থাকে...
.
এদের ব্যাপারে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, "দুই লোক জাহান্নামী রয়েছে যাদেরকে এখনও আমি দেখিনি৷ (এদের মধ্যে একদল হল) এমন নারী যারা পোষাক পরিধানকারী কিন্তু তবুও নগ্ন। তারা পুরুষকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে এবং নিজেরাও পুরুষের প্রতি আকৃষ্ট হবে ৷ তাদের মাথা বক্র উচু কাধ বিশিষ্ট উটের ন্যায় হবে ৷ তারা জান্নাতে প্রবেশ করতে পারবেনা ৷ এমনকি জান্নাতের সুগন্ধিও পাবেনা ৷ অথচ জান্নােতর সুগন্ধি এত এতদুর হতে পাওয়া যায় ৷ (১ মাসের পথের দুরত্ব হতে পাওয়া যায়৷) (সহীহ মুসলিম ও মিশকাত, ৩৫৩৪)
.
এদের প্রতি আমাদের আচরণ কেমন হবে?
.
প্রথম প্রকারের মতই। এরা ক্ষেত্রবিশেষে প্রথম প্রকারের চেয়ে ভয়ংকর। অনেক খারাপ মেয়েকেও এই সাজে নিষ্পাপ মনে হয়! তাই তাদের ব্যাপারে আরো বেশী সতর্ক হতে হবে। এদের দেখলেও মাথা নিচু করে ফেলব। আর মাআযাল্লাহ (আল্লাহর পানাহ চাই) বলে কেটে পড়ব। দরকার হলে কোন গর্তে ঢুকে পড়ব তবুও তাকানো যাবে না..
.
.
❒ তৃতীয় প্রকারঃ নবীকন্যাদের মত...
.
বাবা শুয়াইব আলাইহি ওয়া সাল্লাম বয়োবৃদ্ধ। কাজকর্ম করতে পারেন না। সংসারে ছেলে নেই। সন্তান বলতে দুটো মেয়ে।
.
বাধ্য হয়ে দুই কন্যাকে ভেড়া চরাতে বের হতে হয়। কুয়া থেকে পানি তুলতে যেতে হয়। তারা দুই বোন পুরো শরীর একেবারে ঢেকেঢুকে, শালীন পোশক পরে, লাজনম্র পদক্ষেপে, জড়োসড়ো হয়ে, রাস্তার এক পাশ দিয়ে, মেষগুলো নিয়ে এল। কুয়াতলা তখনো পুরুষদের দখলে।
.
অপেক্ষা করছেন, কখন পুরুষরা পানি খাওয়ানো শেষ করবে। তারা চলে গেলে দুই বোনের পালা আসবে। তারা পুরুষদের ভিড় ঠেলে যাবেন না। বর্তমানেও একদল নারীকে একেবারে বাধ্য হয়ে বাইরে বেরোতে হয়। তারা বের হন, তবে পরিপূর্ণ পর্দা মেনে। শালীন পোশাকে। নিচের দিকে তাকিয়ে। লাজনম্র পায়ে। পুরুষদের থেকে নিরাপদ দূরুত্ব রেখে।
.
তাদের প্রতি আমাদের আচরণ কেমন হবে?
.
তাদের প্রতি আচরণ হবে আমাদের মুসা আলাইহি ওয়া সাল্লামের মত। তিনি কি করেছিলেন?
.
তিনি দুই বোনকে পানি পান করিয়ে, তাদের বাসায় পৌঁছে দিয়েছিলেন। বাসায় পৌঁছে দেয়ার সময় তিনি ছিলেন সামনে আর দুই বোন পিছনে। যাতে তাদের দিকে চোখ না যায়। তাদের কাছে মোবাইল নাম্বার চেয়ে বসেন নি। অপ্রয়োজনীয় কোনও কথা বলেননি।
.
আমরাও তাদের সাহায্য করব তবে নম্র ভাবে। ড্যাব ড্যাব করে না তাকিয়ে নিচের দিকে চেয়ে। অপ্রয়োজনীয় কোনও কথা না বলে।
.
এমন শিভালরি (মহানুভবতা) দেখালে আমার কী লাভ হবে?
.
এটাও বুঝি বলে দিতে হবে? আরে ভাল একটা বউ জুটবে। হাহাকার ভরা সাহারা আমাজনে পরিণত হবে। কেন বিশ্বাস হচ্ছে না বুঝি — মুসা আলাইহি সাল্লামের জুটেছিল তো..
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
.
লেখাঃ আতিক উল্লাহ (হাফি.) (আল্লাহ্‌ তাকে উত্তম প্রতিদান দান করুন!)
.
.
(Y) শেয়ার করুন, বন্ধুদের সাথে ইন শা আল্লাহ !
_
#ওহী (Seeking The Way To Jannah)



আরও নতুন পোষ্ট পরবর্তী পোষ্ট

Related Posts

Facebook