এই পৃথিবী কখনো হাসায় কখনো বা কাদাঁয় হাসি কান্নার দোলাচলে জীবনটা কখনো বেদনা কখনো বা আনন্দ উপভোগ করে।
কেউ হাসতে গিয়েও তার শুকরিয়া করে কেউবা কাদঁতে গিয়ে শুকরিয়া করে।কেউ কান্নার সময় ধৈর্য্য ধারণ করে আবার কেউবা কান্নার মাঝে হারিয়ে গিয়ে রবের উপর আস্হা হারিয়ে ফেলে।
হাসিটা তখনি সার্থকতা লাভ করে যখন তার মাধ্যমে রবের কৃতজ্ঞতা প্রকাশ পায়।আবার কান্নাটাও ইবাদতের অংশ হতে পারে যখন তা আপনার রবের জন্য হয় কিংবা বিপদেও তার শুকরিয়া জ্ঞাপন করা হয়।
আর এই হাসি-কান্নার পিছনে যিনি আছেন তিনিই আমার আপনার রব।যার উপর ভরসা করলে কখনো কেউ ঠকবে না।
"আর তিনিই হাসান,আর তিনিই কাদান"।(সূরা নাজমঃ৪৩)
কেউ হাসতে গিয়েও তার শুকরিয়া করে কেউবা কাদঁতে গিয়ে শুকরিয়া করে।কেউ কান্নার সময় ধৈর্য্য ধারণ করে আবার কেউবা কান্নার মাঝে হারিয়ে গিয়ে রবের উপর আস্হা হারিয়ে ফেলে।
হাসিটা তখনি সার্থকতা লাভ করে যখন তার মাধ্যমে রবের কৃতজ্ঞতা প্রকাশ পায়।আবার কান্নাটাও ইবাদতের অংশ হতে পারে যখন তা আপনার রবের জন্য হয় কিংবা বিপদেও তার শুকরিয়া জ্ঞাপন করা হয়।
আর এই হাসি-কান্নার পিছনে যিনি আছেন তিনিই আমার আপনার রব।যার উপর ভরসা করলে কখনো কেউ ঠকবে না।
"আর তিনিই হাসান,আর তিনিই কাদান"।(সূরা নাজমঃ৪৩)

লেখক: 
