333

একটি সহজ জীবন। (১ম পর্ব) - উস্তাদ নোমান আলী খান

একটি সহজ জীবন। (১ম পর্ব)
- উস্তাদ নোমান আলী খান

আজকের খুতবাহ কুরআনের একটি আয়াত নিয়ে। যা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা দুইবার উল্লেখ করেছেন সূরা ইনশিরাহ এর মাঝখানে, একে সূরা শার'ও বলা হয়। আল্লাহ বলেছেন - '' ফাইন্না মা'য়াল উস্রি ইয়ুস্রা, ইন্না মা'য়াল উস্রি ইয়ুস্রা।" সাধারণত এর অনুবাদ করা হয় - “কষ্টের সাথেই স্বস্তি আছে, নিঃসন্দেহে কষ্টের সাথেই স্বস্তি আছে।” এই আয়াতের এটাই গড়পড়তা অনুবাদ। তবে, সবার আগে কীভাবে ছোট ছোট সূরাগুলোর কদর করতে হয় সে ব্যাপারে কিছুটা আলোকপাত করতে চাই।

আপনাদের অনেকেই এই সূরাটি মুখস্ত করেছেন, আপনাদের বাচ্চারাও হয়তো মুখস্ত করেছে। এটা আমাদের ধর্মের খুবই সুন্দর একটি শিক্ষা এবং আমাদের জীবনের জন্যেও সুন্দর একটি শিক্ষা। আল-কুরআনের কিছু কিছু ছোট সূরার মাঝে গভীরতম শিক্ষা লুকিয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাঁর অপরিসীম প্রজ্ঞা থেকে সূরাগুলোকে সংক্ষিপ্ত রেখেছেন যেন মানুষ সহজেই এগুলো মুখস্ত করতে পারে। এবং এগুলো থেকে জীবনের জন্য সবচেয়ে শক্তিশালী কিছু শিক্ষা সহজে মনে রাখতে পারে।

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা এমন একটি সময়ের কথা বর্ণনা করছেন যখন রাসূলুল্লাহ (স) তাঁর জীবনের কঠিন একটি সময়কাল অতিবাহিত করছিলেন। প্রথমদিকে তিনি যখন দীনের দাওয়াত প্রচার করে যাচ্ছিলেন, বেশিরভাগ মানুষ এই দাওয়াত শোনার প্রতি আগ্রহী ছিল না। আমাদের সময়কালের মত সময় সেটা ছিল না। সেই সময়টা হুদায়বিয়ার সন্ধি পরবর্তী সময়কালের মতও ছিল না, যখন দলে দলে মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছিল।

নবুয়তী মিশনের প্রথম দিকে মানুষ তাঁর জন্য কাজটা অনেক কঠিন করে তুলেছিল। যে কেউ রাসুলুল্লাহ (স) এর দাওয়াত গ্রহণ করতো, তাকে পাগল আখ্যা দেয়া হত, সুফাহা তথা বোকা এবং বুদ্ধিহীন বলা হত, অথবা বলা হত তিনি এদেরকে বোকা বানিয়েছেন। কেউ ইসলাম গ্রহণ করলেই তাকে এসমস্ত অভিযোগে অভিযুক্ত করা হত। সেই সময় আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই গভীর অর্থপূর্ণ সূরাটি নাজিল করেন। এবং তাঁকে স্মরণ করিয়ে দেন আল্লাহ সর্বদা তাঁর প্রতি অনুগ্রহ করে যাচ্ছেন। কুরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরণের অনুগ্রহের কথা উল্লেখ করা হয়েছে। অন্য একটি সূরায় তিনি বলেন - "আলাম ইয়াজিদকা ইয়াতিমান ফাআ-ওয়া।" "আল্লাহ কি আপনাকে ইয়াতিম হিসেবে পাননি? অতঃপর তিনি আপনাকে আশ্রয় দিয়েছেন।" "ওয়াওয়াজাদাকা দ-ল্লান ফাহাদা-, ওয়াওয়াজাদাকা আ'-ইলান ফাআগনা-।" আল্লাহ বলেন - "তিনি আপনাকে পথ খুঁজতে থাকাবস্থায় পেয়েছেন এবং তিনি আপনাকে পথ দেখিয়েছেন।" তিনি আরও বলেন - "তিনি আপনাকে নিঃস্ব পেয়েছেন এবং তিনি আপনাকে সম্পদশালী করে দিয়েছেন।"  অর্থাৎ খাদিজা (রা) এর সাথে বিয়ের মাধ্যমে। এর পর অর্থনৈতিকভাবে আপনাকে আর কারো উপর নির্ভর করতে হয়নি।

কিন্তু এই সূরায় আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ভিন্নরকম একটি অনুগ্রহের কথা বর্ণনা করেছেন। আসলে আরও গভীর একটি অনুগ্রহ। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেন - "আলাম নাশ্রাহ লাকা সদ্রাক" আমি কি আপনার জন্য আপনার বক্ষ সম্প্রসারিত করিনি?  আরবি ভাষায় বক্ষ সম্প্রসারণ মানে প্রশান্তিতে থাকা, শান্ত থাকা।

রাসুলুল্লাহ (স) সহজ কোন পরিস্থিতিতে ছিলেন না। তাঁর আশেপাশের সবাই হয় তাঁর বিরুদ্ধে সমানে অভিযোগ করে যাচ্ছিল, নয়ত তাঁকে শারীরিকভাবে আক্রমণ করতে চাইতো। তাঁর নিজের গোত্রের লোকজনও তাঁকে পরিত্যাগ করতে চেয়েছিল। কোন কিছুই সহজ ছিল না। তবু আল্লাহ বলেছেন এই সব প্রতিকূল পরিস্থিতিতেও আপনার প্রতি সবচেয়ে বড় অনুগ্রহ হল আপনার বক্ষ সম্প্রসারিত করা হয়েছে। আপনার অন্তরে শান্তি দেয়া হয়েছে। আপনি প্রশান্তিতে আছেন।

তারপর আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বর্ণনা করেন কিসের শান্তি? "ওয়া ওয়া দ'না 'আনকা বিজ্রাক" তিনি বোঝা দূর করে দিয়েছেন। এই আয়াতে বোঝা বলতে কী বুঝানো হয়েছে তা নিয়ে ওলামারা অনেক মন্তব্য করেছেন। আমি তার থেকে একটি ব্যাপার আজকের খুৎবায় আলোচনা করবো।

রাসুলুল্লাহ (স) নবুয়ত লাভ করার পূর্বে মক্কা থেকে নিজেকে দূরে সরিয়ে নিতেন এবং পৃথিবীতে কেন এতো দুঃখ-কষ্ট তা নিয়ে চিন্তামগ্ন থাকতেন। তিনি (স) ঘণ্টার পর ঘণ্টা, দিনের বেলা কখনো কখনো রাতেও চিন্তামগ্ন অবস্থায় হেরা গুহায় কাটিয়ে দিতেন। তিনি সমাজ থেকে নিজেকে এভাবে দূরে সরিয়ে নিয়ে ভাবতেন এই জীবনে কেন এতো দুঃখ, যাতনা। আর আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন তাঁর নিজের কথার মাধ্যেম। যখন রাসুলুল্লাহ (স) আল্লাহর কালামের মাধ্যমে জবাব পেলেন, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই ব্যাপাটাকে বর্ণনা করছেন যে, তিনি আপনার বোঝা লাঘব করে দিয়েছেন। "ওয়া ওয়া দ'না 'আনকা বিজ্রাক"  

আমাদের জন্য এতে শিক্ষা হল, হ্যাঁ জীবনে অনেক চাপ সইতে হয়। আর আল্লাহ বলছেন তাঁর কালাম এই চাপ থেকে নিষ্কৃতি দান করে। ঐ বোঝাগুলো দূর করে দেয়। "আল্লাজি আনকাদা জহরাক, ওয়ারাফা'না লাকা জিক্রাক। "যা আপনার পিঠ ভেঙ্গে দিচ্ছিল। আর আমি আপনার (মর্যাদার) জন্য আপনার স্মরণকে সমুন্নত করেছ।

এই সূরায় যে শিক্ষাটি আল্লাহ দান করেছেন তা শুধু রাসুলুল্লাহ (স) এর জন্য নয়। এটি আসলে সকল মানুষের জন্য। فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا - এর সাধারণ অনুবাদ হল - "নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।"

আজকের খুৎবার কিছুটা সময় আমি এই আয়াতের উপর ব্যয় করবো এবং জানার চেষ্টা করবো যে আমার আপনার জন্য এই আয়াতে কী শিক্ষা রয়েছে।

(২য় পর্ব আগামী কাল পোস্ট করা হবে, ইনশাআল্লাহ।)


আরও নতুন পোষ্ট পরবর্তী পোষ্ট

Related Posts

There is no other posts in this category.

Facebook