অনান্য

আল্লাহ চান না, অদৃশ্য জগতের বান্দারা আসমানের সৌন্দর্যে বেমালুম হয়ে পড়ুক

মানুষ আমাকে বলে, আমি কেন তাদের সময় দেই না, দেখা করি না। আমি বলি, মানুষ গেলে মানুষ পাবো। সময় গেলে সময় কি ফিরিয়ে দিতে পারবে তোমরা?
.
এই ছোট্ট জীবনের বিরাট একটা অংশ 'সময় দিয়ে' কাটিয়েছি। দিন শেষে মানুষগুলো হারিয়ে গেছে আপন জীবন নিয়ে, রেখে গেছে এক বস্তা আফসোস, হারানো সময় নিয়ে।
.
মানুষ বলে, সময় পাই না। কিন্তু সত্য কথা হলো, আমরা সময়কে দাম দেই না। সময়ের চেয়ে মানুষকে বেশি দাম দেই। যারা আসে নিজেদের স্বার্থে, আবার চলেও যায় নিজেদের স্বার্থে।
.
এই দুনিয়ায় যতবার মানুষদের কাছ থেকে ধোঁকা পেয়েছি, ততবার একটি করে উপহার নসিব হয়েছে। আল্লাহকে আরও ভালো করে চেনার উপহার।
.
'আমি নিকটবর্তী আসমানকে প্রদীপপুঞ্জ দ্বারা সুশোভিত করেছি এবং সেগুলোকে শয়তানদের প্রতি নিক্ষেপের বস্তু বানিয়েছি। আর তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুনের আযাব।' [সূরা মুলক, ৬৭: ৫]
.
দিনকে দিন সূরা মুলকের আয়াতগুলো যেন দিবালোকের ন্যায় আমাকে বুঝিয়ে দিচ্ছে, এই সজ্জিত আসমানের পেছনে ছোটা জীনদের যেমন আল্লাহর আযাব পেয়ে বসে, ঠিক একই ভাবে সজ্জিত এই পৃথিবীর পেছনে ছোটা মানুষকে আযাব পেয়ে বসে। যেন জমিন আসমানেরই প্রতিচ্ছবি।
.
আল্লাহ চান না, অদৃশ্য জগতের বান্দারা আসমানের সৌন্দর্যে বেমালুম হয়ে পড়ুক, আবার দৃশ্য জগতের বান্দারা জমিনের সৌন্দর্যে বেমালুম হয়ে পড়ুক। বেমালুম হয়ে পড়ুক তাদের রবের ব্যাপারে। তাই উভয় স্থানেই আযাবের ব্যবস্থা করে রেখেছেন। প্রয়োজনে তিনি বার বার শাস্তি দেবেন, তবুও বান্দাকে ভুলতে দেবেন না। বার বার তাদের অন্তর গুড়িয়ে দেবেন, তবুও সেখানে গাইরুল্লাহ-দের জায়গা মেনে নেবেন না। এতটাই তাঁর ভালোবাসা! এমন রবকে ভালো না বেসে উপায় আছে?
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
.
লেখাঃ মহিউদ্দিন রূপম (আল্লাহ্‌ তাকে উত্তম প্রতিদান দান করুন!)

©সিরাতাল মুস্তাকিম

আরও নতুন পোষ্ট পরবর্তী পোষ্ট

Related Posts

Facebook