অনান্য

তোমার মস্তিস্ক সৃষ্টি করা হয়েছে চিন্তা করার জন্য, ওই কাজেই ব্রেইন আনন্দ পায়।

তোমার মস্তিস্ক সৃষ্টি করা হয়েছে চিন্তা করার জন্য, ওই কাজেই ব্রেইন আনন্দ পায়। আর হৃদয়কে সৃষ্টি করা হয়েছে আল্লাহর নিখুঁত পবিত্রতা,
 মহত্ত্ব আর বড়ত্বের স্মরণে স্মরণে হতবিহ্বল "অনুভব" করার জন্য।
আল্লাহর স্মরণের "অনুভবে" (চিন্তায় নয়,অনুভবে) ডুবে যাওয়া ছাড়া হৃদয়ের-জীবনের প্রশান্তি মিলবে না।
আমরা মস্তিষ্কের ব্যবহারশিখেছি,
হৃদয়ের ব্যবহার শিখিনি।
তাই আমরা শুধু চিন্তা করি, কিন্তু অনুভব করতে পারি না, ঠিকভাবে অনুভব করতে
জানি না। হৃদয়কে আমরা বিকৃত করে ফেলেছি,
অসুস্থ, অপবিত্র করে রেখেছি।
একটা ক্লু দিই।
শব্দের ব্যবহার শুধু চিন্তায়, মস্তিস্কে, হৃদয়ে না।

মোহাম্মদ তৌহা আকবর
©সিরাতাল মুস্তাকিম

আরও নতুন পোষ্ট পরবর্তী পোষ্ট

Related Posts

Facebook