এক ভাইকে জিজ্ঞেস করা হয়েছিল তাঁর মন খারাপ হয় কি না। জবাবে তিনি বলেছিলেন, দুনিয়ার জন্য কখনো মন খারাপ হয় না, তবে আখিরাতের কথা ভেবে মন খারাপ হয়।
ছোট্ট এই জীবনে লক্ষ্যহীন ছুটতে থাকা এক ঝাক মানুষের ভিড়ে অদ্ভুত কিছু মানুষের সাথে আমার দেখা হয়েছিল, যাদের দেখে জান্নাতের কথা মনে পড়ত। তাদের সাথে হয়ত আর কোনোদিন আমার দেখা হবে না, জান্নাতে যেন আল্লাহ আমাদের সবাইকে একত্রিত করেন।
কেমন হবে যদি জান্নাতের প্রাসাদের জানালা খুলে পাশের প্রাসাদে চোখ পড়তেই বলে উঠবেন,
-আরে তুমি এখানে?
-অন্য প্রান্ত থেকে জবাব আসবে, আরে হ্যাঁ, আল্লাহর কাছ থেকে জান্নাতের এই জায়গাটা বরাদ্দ পেয়েছি, আর তুমি?
-আমিও এই জায়গাটা বরাদ্দ পেয়েছি। যাক ভালোই হলো, জান্নাতে আমরা প্রতিবেশি, অনন্তকালের। চলো এবার তবে জান্নাতটা ঘুরে দেখি।
এর চেয়ে আনন্দের, প্রশান্তির মিলনমেলা আর কি হতে পারে। জাস্ট ইমাজিন!
.
.
📝Courtesy: "যে জীবন ফড়িঙের, যে জীবন জোনাকি পোকার, সে জীবন যেন আমার না হয়" page.
#FEAR_ALLAH

লেখক: 
