ইসলামে নারী

প্রেম করে বিয়ে করলে নাকি মানুষ সুখী হয়,দুজনের মাঝে পারস্পরিক বুঝাপড়া ভাল হয়।

প্রেম করে বিয়ে করলে নাকি মানুষ সুখী হয়,দুজনের মাঝে পারস্পরিক বুঝাপড়া ভাল হয়।

তাহলে আমি বলব প্রেম করে তারাই বিয়ে করে যারা দুশ্চরিত্রের অধিকারী।এখন কেউ যদি বলে প্রেম করে আমি আমার চরিত্র ঠিক রাখি তাহলে বলব আপনি একটা ভন্ড,প্রতারক।

যখন কেউ প্রেম করে তখন একজন আরেকজনের হাত ধরে,চোখে চোখ রেখে কথা বলে যা সম্পূর্ণ একটা হারাম প্রক্রিয়া।

চরিত্রহীন ত সেই যে শরীয়ত সম্মত উপায় ছাড়া অন্যের হাত ধরে।ধরুন কেউ আপনার বোনের হাত আপনার সামনে ধরেছে তখন আপনি তাকে নিশ্চয়ই ভাল বলবেন না?বলবেন চরিত্রহীন, লম্পট বাসায় কি মা বোন নেই?

তেমনি যারা প্রেম করে তারা ত একে অপরের হাত ধরে আরও কত কিছু করে তাই নাই বা বললাম, তখন কি তারা চরিত্রহীন নয়।তাই ত আল্লাহ বলেন-
দুশ্চরিত্র নারীরা দুশ্চরিত্র পুরুষের জন্য,এবং দুশ্চরিত্র পুরুষরা দুশ্চরিত্র নারীদের জন্য।(সূরা নূরঃ২৬)

এখন আপনারা প্রেম করে বিয়ে করে যদি বলেন আমার স্বামী কিংবা স্ত্রী একজন চরিত্রবান ব্যক্তি,তাহলে বলব আপনি মিথ্যা বলছেন।আপনার স্বামী কিংবা স্ত্রী একজন দুশ্চরিত্রের অধিকারী  কারণ চরিত্রবান কেউ প্রেম করে কিংবা হারাম উপায়ে বিয়ে করে না এটা আমার কথা নয় কুরআনের কথা।

তাই আসুন প্রেমকে না বলি,চরিত্রবান হওয়ার চেষ্টা করি।

©সিরাতাল মুস্তাকিম



আরও নতুন পোষ্ট পরবর্তী পোষ্ট

Related Posts

Facebook